এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত

এআই কি? আরটিফিসিয়াল ইন্টেলিজেন্স এ আই কে কৃত্রিম বুদ্ধি বলা হয়ে থাকে। এ আই এর ভবিষ্যৎ মানুষের জন্য ভালো হবে না খারাপ তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে ভেদাভেদ রয়েছে। এই আই দ্বারা ভবিষ্যতে কি কি ভালো এবং কি কি ক্ষতি হতে পারে তা জানার আগে আমাদের এটা জানার প্রয়োজন আছে যে, 

এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত

পোস্ট সুচিপত্রঃ 

এ আই প্রকৃতপক্ষে কি এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একপ্রকার হাইটেক কম্পিউটার প্রোগ্রাম যার মূল বৈশিষ্ট্য হল এই যে, এটি মানুষের মধ্য কোন সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। এবং এই সিদ্ধান্তনিতেপারার  ক্ষমতায় মানুষের সবথেকে লাভ অথবা সবথেকে ক্ষতি করতে পারে।

এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

এ আই কি এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই কে তিন ভাগে ভাগ করা যেতে পারে যেমন ১। জিক এ আই.২।স্ট্রং এআই ৩।সিঙ্গেলিরটি এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে এই তিন ভাগে ভাগ করা হয়েছে তা নিচে আলোচনা করা হলো।

এ আই কি এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত

জিক এ আই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

১। জিক এ আইঃ জিক এ আই কে আমরা বহুদিন ধরে ব্যবহার করে আসছি। জিক এ আই প্রকৃতপক্ষে creadifaint কাজগুলি করতে সক্ষম অর্থাৎ একটি নির্দিষ্ট কাজই জিক এ আই এর মাধ্যমে করা যেতে পারে যেমন ওয়ার্ডপ্রেস ফটোশপ এক্সসেল প্রভৃতি।

স্ট্রং এ আই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

২। স্ট্রং এ আইঃ স্ট্রং এ আই প্রোগ্রাম কে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে নিজের মানসিক শক্তি প্রয়োগ করে প্রস্তুতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম। বর্তমানে আপনারা সবাই সোফিয়া নামক রোবটকে দেখেছেন এবং এর সম্বন্ধে শুনেছেন।

আরও পরুনঃ ব্যাক লিঙ্ক কি? ব্যাক লিঙ্ক(back link) সম্পর্কে বিস্তারিত  

সোফিয়া মানুষের মত চিন্তা করতে এবং প্রয়োজন অনুযায়ী মানুষের সিদ্ধান্ত নিতে সক্ষম। আর এই সব থেকে বড় বিষয় হল যে সৌদি আরবরা রোবটটি কে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে অর্থাৎ এই রোবটটি ওই দেশের যেকোন মানুষের মতো যে মৌলিক অধিকার ব্যবহারে সক্ষম।

সিঙ্গালীরোটি এ আই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

৩। সিঙ্গালীরোটি এ আইঃ সিঙ্গেলিরোটি এ আই সিস্টেম যখন মানুষের মস্তিষ্কে পৌঁছাবে তখন এ আই মানুষের চেয়ে দ্রুতগতিতে কাজ করতে সক্ষম হবে। তখন রোবট এবং মানুষের মধ্যে কোন ধরনের সংঘাত হয় তখন মানুষের হার নিশ্চিত।

আরোপরুনঃ অ্যাড রোল কি? গুগল অ্যাড রোল ব্যবহার নিয়ে বিস্তারিত

সিঙ্গেলিরোটি রোবট এ আই এতটাই শক্তিশালী ও বুদ্ধিমানী হবে যে, তারাই নিজেদের মতো আরো অনেক রোবট নিজেরাই তৈরি করতে পারবে। এবং এইভাবে তাদের নিজেদের সংখ্যা এতটাই হবে যে মানুষের থেকে ও বেশি হতে পারে।

কিন্তু সিঙ্গেলিরোটি এ আই এর আগে বর্তমানে স্ট্রং এ আই ও মানুষের জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারে।স্ট্রং এ আই মানুষের দৈনন্দিন এর কাজ মানুষের থেকেও ভালোভাবে করতে সক্ষম। তাই বিভিন্ন কাজে মানুষের থেকে রোবটের প্রাধান্য বাড়বে।এ আই এর১০টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত করা হলো যেমন,

চ্যাট জিপিটি এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

১। চ্যাট জিপিটিঃ চ্যাট জিপিটি হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ মডেল। যার প্রাইমারি গোল ছিল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কর ভার্সন করা অর্থাৎ আপনি ও আমি যেভাবে কথা বলতে পারি একটি এই আই ঠিক সেইভাবে কথা বলতে পারবে।

এইভাবে তাকে বিল্ড করা হয়েছে, তবে ল্যাঙ্গুয়েজ মডেল হওয়া সত্ত্বেও চ্যাট জিপিটি খুবই ইউজফুল।একে দিয়ে ছোট বড় থেকে শুরু করে অনেক কাজ করিয়ে নিতে পারবেন। চ্যাট জিপিটি দিয়ে যেকোনো ধরনের কনটেন্ট থেকে শুরু করে পুরো একটি মুভি স্ক্রিপ্ট করে নিতে পারবেন।

সিনথিসিয়া এআই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

২। সিনথিসিয়া এআইঃ এটি একটি ভিডিও জেনারেটর টুলস এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটি স্ক্রিপ্ট আপলোড করলে এটি একটি ভিডিও আউটপুট দিবে এটি একটি মজার টুলস।

এডোবি পোড কাস্ট এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

৩। এডোবি পোড কাস্টঃ আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর এবং অডিও নিয়ে খুবই চিন্তিত এখানে সেখানে স্যুট করতে হয়। এবং আশেপাশে সাউন্ড থাকে খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যদি স্টুডিওতে কোয়ালিটি সাউন্ড চান সে ক্ষেত্রে আপনার জন্য আছে এডোবি এ আই অডিও  এনহান্সমেন্ট টুলস ড্রাগ এন্ড ড্রপ অডিও টুলস।

জেসপার এ আই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

৪। জেসপার এ আইঃ জেসপার এ আই এটি একটি কন্টেন্ট রাইটিং টুলস এর মাধ্যমে আপনি যে কোন একটি টপিক দিলে এটি পুরো একটি কন্টেন্ট রিপেয়ার করে দিবে। অথবা আপনার কনটেন্টজেসপার এ আই কে দেন তাহলে আপনার কন্টেন্ট অপটিমাইজেশন করে এসইও ফ্রেন্ডলি বা ফ্রি কনটেন্ট রেডি করে দিবে।

মিড জার্নি এ আই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

৫। মিডজার্নি এ আইঃ মিড জার্নি এ আই এটি হচ্ছে একটি এ আই ইমেজ জেনারেটর টুলস যার মাধ্যমে আপনার কাল্পনিক চিন্তা একটি ছবিতে রূপান্তর করতে পারবে। আপনার মনের ভাব প্রকাশ করে লিখে সে আপনাকে দেখাবে একে।

 বিউটিফুল এ আই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

৬। বিউটিফুল এ আইঃ এটি হচ্ছে একটি এ আই প্রেজেন্টেশন মেকার আপনার যেকোন টেক্সটকে বিউটিফুল প্রজেটেসোনে কনভার্ট করে দিবে।

ডাল- ই -২ এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

৭। ডাল- ই -২ এ আইঃ ডাল- ই -২ এটি হচ্ছে চ্যাড জিবি টির আরেকটি প্রজেক্ট এটি একটি এআই ইমেজ জেনারেট টুলস অনেকটা মিড জার্নি এআই এর মতই তবে এর একটি এক্সট্রা ফিউচার আছে। যার মাধ্যমে আপনি একটি ইমেজের কিছু অংশ রিমুভ করে দিয়ে আপনি ওটিকে ম্যানিপুলেট করে আপনার ইমাজিনেশন অনুযায়ী যেকোনো কিছু গুছিয়ে নিতে পারবেন।

 ডিসক্রিপ্ট এ আই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

৮। ডিসক্রিপ্ট এ আইঃ এই ওয়েবসাইটের একটি মজার ফিউচার হচ্ছে ওভারডাব ইউজ করে এই ওভার ডাব আপনি একটি টেক্সট দিলে ওই টেক্সট কে তারা ভয়েজে রূপান্তরিত করতে পারবে। তবে সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে আপনার ভয়েসকে হুবাহু ক্লোন করে ফেলতে পারবে।

অর্থাৎ আপনার যেকোনো একটি স্ক্রিপ্ট দিলে এটি আপনার ভয়েজে সে স্ক্রিপটি পড়তে পারবে। এর মাধ্যমে ইউটিউব ভিডিওর জন্য একটি ভয়েজে ওভার রেডি করে ফেলতে পারবেন।

 রিমিনি এ আই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

৯। রিমিনি এ আইঃ এটি হচ্ছে AI photo enhancer টুলস যার মাধ্যমে আপনি আপনার গ্যালারি ছবি একদমে ঝকঝকে করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার বাসায় পুরনো ছবি বা অ্যালবাম থেকে ছবিগুলো নষ্ট হয়ে গেছে একটি ছবি তুলে আপলোড দিলে পুরনো ছবি নতুন করে তুলবে।

অরিজিনালিটি এ আই এ আই কি? এ আই এর ১০ টি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে বিস্তারিত 

১০। অরিজিনালিটি এ আইঃ যার মাধ্যমে ইজিলি হোম ওয়ার্ক করতে পারবেন। এমন কি আপনার থিসিস পর্যন্ত রেডি করে ফেলতে পারবেন। তবে আপনি যদি একজন টিচার হয়ে থাকেন এবং আপনার স্টুডেন্ট হোমওয়ার্ক কপি করেছে এই আই জেনারেট কিনা তা আপনি কিভাবে বুঝতে পারবেন।

তার জন্য একটি টুলস আছে অরজিনালিটি এআই এই টুলস এর মাধ্যমে আপনি একটি স্ক্রিপ্ট বা রাইটিং আপলোড করলে বলে দিতে পারবে এটি কি এআই জেনারেট কিনা।

শেষ কথা, আমরা ১০ টি এ আই গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার এ আই কি আপনার জব রিপ্লেস করে দিবে। এআই আপনার জব কে আরো ইজিলি করে দিবে। তবে আপনাকে এখন থেকেই সব এ আই টুলস সম্পর্কে জানতে হবে এবং তাদেরকে আপনার কাজে প্রোপারলি ইউজ করতে হবে। আশা করি এ আই এর কনটেন্ট টি সবাইকে ভালো লাগবে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

rhblogger নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url