ব্যাক লিঙ্ক কি? ব্যাক লিঙ্ক(back link) সম্পর্কে বিস্তারিত
ব্যাক লিঙ্ক কিঃ ব্যাকলিংক হচ্ছে অন্য কোন ওয়েবসাইটের পেজের সাথে নিজের ওয়েবসাইট পেজের কানেকশন। অর্থাৎ কোন ভিজিটর অন্য কোন ওয়েবসাইটের আর্টিকেল দেখছেন বা পড়ছেন, সেখানে লিঙ্ক ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, বা আপনার ওয়েবসাইটের ভিজিটর আসে। আপনার ওয়েবসাইটের জন্য একটি ব্যাকলিংক।
- ব্যাক লিঙ্ক কি
- ব্যাকলিংক কিভাবে কাজ করে
- ব্যাকলিংকের প্রকারভেদ
- ইন্টারনাল ব্যাকলিংক
- এক্সটার্নাল ব্যাকলিংক
- কেন ব্যাকলিংক দেবেন বা নেবেন
- নো ফলো ব্যাক লিঙ্ক
- নো ফলো ব্যাক লিংক কেন ব্যবহার করব
- ডু ফলো ব্যাকলিংক
- ডু ফলো ব্যাক লিঙ্ক কেন ব্যবহার করব
- ব্যাকলিংক কেন দরকার
- ব্যাক লিংক বেশি হলে কি সার্চ ব্যাক লিংক এর কাজে আসবে
- শেষ কথা
ব্যাকলিংক কিভাবে কাজ করে
ব্যাকলিংক কিভাবে কাজ করেঃ ব্যাকলিংক অর্থাৎ ওয়েবসাইটের ব্যাকলিংক যত বেশি সে তত তাড়াতাড়ি র্যাঙ্ক কিং করবে। একটি ওয়েবসাইটের ব্যাকলিংক যদি ৫০০ হয় বা অন্য কোন ওয়েবসাইটের ব্যাক লিংক ২০০ হয়। তাহলে অটোমেটিকলি ৫০০ যে ওয়েবসাইটের র্যাঙ্কের লিংক রয়েছে, একটি গুগলের কাছে বেশি পাওয়ারফুল। ধরুন আপনার ওয়েবসাইট এর ব্যাক লিংক খুবই কম এখন আপনি ব্যাকলিংক করার জন্য লিংক বিল্ডিং এর জন্য ক্যাম্পিং করছেন।
ব্যাক লিঙ্ক কি? ব্যাক লিঙ্ক(back link) সম্পর্কে বিস্তারিত
গুগল একটি জিনিস চেক করে সেটি হচ্ছে, কত সময়ের মধ্যে লিঙ্ক বিল্ডিং করছেন। ধরুন আপনি একদিনে ৫০টি লিংক ক্রিয়েট করলেন, এবং এটি কখনোই লিংক বিল্ডিং বা ন্যাচারাল লিংক বিল্ডিং না। গুগল চেক করে কত টাইমের মধ্যে ক্রিয়েট করছেন সে জিনিসটি।
ব্যাক লিঙ্ক কি? ব্যাক লিঙ্ক(back link) সম্পর্কে বিস্তারিত
সো আপনি যদি ৩০ দিনে ৫০টি লিংক বিল্ডিং ক্রিয়েট করছে, সেটি ইফেক্টিভ যদি আপনি একদিনে ৫০টি লিংক বিল্ডিং ক্রিয়েট করেন, সেটি ইফেকটিভ না। আরো একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে, রিলেটেড ওয়েবসাইট। ধরুন আপনার রেস্টুরেন্ট ওয়েবসাইট আপনার রেস্টুরেন্ট ওয়েবসাইট প্রথম আলো থেকে ব্যাকলিংক পান। সেটি গুগলের কাছে একটি ইফেক্টিভ ব্যাকলিংক কারণ প্রথম আলো বাংলাদেশের জন্য একটি বেস্ট ওয়েবসাইট।
আরও পরুনঃ কিভাবে বাংলাদেশে একজন ছাত্র হিসেবে অর্থ উপার্জন করতে হয়
এখান থেকে ব্যাকলিংক পাওয়া খুবই কঠিন। প্রথম আলো থেকে ব্যাকলিংক পাওয়া আপনার ওয়েবসাইটের জন্য একটি পাওয়ারফুল বিষয়। যদি আমার ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পান তাহলে সেটি লিস্ট ইফেক্টিভ কারণ ওয়েবসাইটটি খুব একটা পপুলার না।
এখন আপনার রেস্টুরেন্টের ওয়েবসাইটে আপনি যদি ফুড পান্ডা থেকে ব্যাকলিঙ্ক পান সেটি প্রথম আলোর চেয়ে ইফেক্টিভ। কারণ ফুডপান্ডা রেস্টুরেন্ট বা রেস্টুরেন্টের একটি ওয়েবসাইটের ক্ষেত্রে লিডিং ওয়েবসাইট। তাই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার ক্ষেত্রে মাথায় রাখতে হব, সেটি যেন হাই কোয়ালিটি ডোমেন এবং আপনার প্রতিষ্ঠানের চেয়ে বেস্ট।
আপনার ইন্ডাস্ট্রিজতে যারা রয়েছে, যারা রিলেটেড এছাড়া রেস্টুরেন্টের ওয়েবসাইটে যারা রিলেটেড রয়েছে, সেগুলোর থেকে ব্যাকলিংক পান। সেটি আপনাকে অনেক বেশি বা তাড়াতাড়ি সাহায্য করবে google এর ফাস্ট পেজে আসতে।
ব্যাক লিঙ্ক কি? ব্যাক লিঙ্ক(back link) সম্পর্কে বিস্তারিত
ব্যাক লিঙ্কের জন্য আরও একটি জিনিস মাথায় রাখতে হবে যে, ডোমেন অথোরিটি ব্যাকলিংকের ক্রিয়েট করার জন্য ডোমেন অথোরিটি হচ্ছে ,( ১ থেকে ১০০) একটি ওয়েবসাইটের জন্য যদি ১০০ হয় সেটি ইফেক্টিভ নয়, শুধু খুবই পাওয়ারফুল ব্যাকলিংক। আপনি যদি ১০০ অথোরিটি কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পান তাহলে আপনার ওয়েবসাইট আপনি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন।
এই ডোমেন অথোরিটি যেমন ফেসবুক ইউটিউব এ ধরনের ওয়েবসাইট গুলোর ডোমেন অথোরিটি ১০০ হয়ে থাকে। তাই আপনি ব্যাকলিংক ক্রিয়েটেড করবেন যে হাই ডোমেইন অথোরিটি ব্যাক লিঙ্কটি ক্রিয়েট করতে পারেন।
ডোমেন অথোরিটি চেক করতে যান তাহলে বেস্ট টুলস হচ্ছে (Ahrefs.com) এটি একটি পেজ টুলস এবং আপনি যদি ফ্রি অথোরিটি ডোমেন চেকার ব্যবহার সেক্ষেত্রে ওপেন সাইট এক্স পিউরার(open site Expiorer) এটা আপনাকে মজে নিয়ে যাবে আপনি সে খানে গিয়ে যাদের ব্যাকলিংক টি করছেন তাদের ডোমেন অথোরিটি চেক করবেন।
ব্যাক লিঙ্ক কি? ব্যাক লিঙ্ক(back link) সম্পর্কে বিস্তারিত
যদি আপনি দেখেন হাইডোমেন অথোরিটি সেটি আপনার ওয়েবসাইট এর জন্য পাওয়ারফুল। সেটি থেকে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করলে আপনার ওয়েবসাইটটি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক কিং করতে সহজ হয়ে যাবে। তাই একটি কথাই বলবো যখনই ব্যাক লিংক ক্রিয়েট করবেন সেই তিনটি জিনিস মাথায় রাখতে হবে।
১। অনেক বেশি ব্যাকলিংক ক্রিয়েটের চেষ্টা করতে হবে।
২। অবশ্যই রিলেটেড ওয়েবসাইট থেকে হাই কোয়ালিটি ডোমেন থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চেষ্টা করবেন। এবং ফাইনালি ডোমেন অথোরিটি চেক করার চেষ্টা করবেন।
৩। কোন ওয়েবসাইটের ডকুমেন্ট অথরিটি যদি কম হয় যেমন ১,২,৩,৪,৫,৬,৭,৮, হয় সে ধরনের হুমায়ূন অথোরিটি থেকে ব্যাকলিংক ক্রিয়েট না করাই ভালো।
ব্যাকলিংকের প্রকারভে
ব্যাকলিংকের প্রকারভেদঃ ব্যাকলিংক প্রধানত দুই প্রকার যেমন,১। ইন্টারনাল ব্যাঙ্কি.২। এক্সটার্নাল ব্যাকলিংক,
ইন্টারনাল ব্যাকলিংক
ইন্টারনাল ব্যাকলিংকঃ ইন্টারনাল ব্যাঙ্ক কি সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে ইন্টারনাল ব্যাক লিংক কি। ইন্টারনাল ব্যাক লিঙ্ক বলতে সহজ কথায় আপনার ওয়েবসাইটের লিংককে ইন্টারনাল ব্ল্যাকলিংক বলে। সুতরাং প্রথম ব্লক পোস্ট ও ওয়েব পেজ ক্রিয়েট করছেন, সেই নতুন ব্লগ পোস্ট বা ওয়েব পেজ আপনার ওল্ড ব্লক পোস্ট এবং ওয়েবপেজ গুলো রয়েছে। সেই গুলোর লিংক করাটাই হচ্ছে ইন্টারনাল ব্যাক লিংক।
এক্সটার্নাল ব্যাকলিংক
এক্সটার্নাল ব্যাকলিংকঃ এক্সটার্নাল ব্যাক লিঙ্ক আপনার ওয়েবসাইটের সাথে বাইরের কোন ওয়েবসাইটের লিংক করা টা কে এক্সটার্নাল ব্যাকলিংক বলা হয়। বা কারো কিওয়ার্ড রি সার্চ করা দরকার পরে সেই কীওয়ার্ডে গিয়ে কিওয়ার্ড রি সার্চ করতে পারে বা লিংকিন করতে পারে তাকে এক্সটার্নাল ব্যাক লিংক বলে। আরো সহজ ভাবে বলা যায় যে কিওয়ার্ড রিসার্চ এর সাথে একটি লিঙ্ক প্রেস করা থাকে কনটেন্ট এর উপরে ওইটি ক্লিক করলে একটি ট্যাগের অন্য একটি ওয়েবসাইটে পেজে নিয়ে যায় সেটি হচ্ছে এক্সটার্নাল ব্যাক লিংক।
কেন ব্যাকলিংক দেবেন বা নেবেন
কেন ব্যাকলিংক দেবেন বা নেবেনঃ আপনি কাজ নেওয়ার পরে অথবা কাজ নেওয়ার আগে এবং ক্লায়েন্ট আপনাকে নক করবে কাজ দেওয়ার জন্য। তখন আপনি ব্যাকলিংক জাচ করার জন্য ব্যাকলিংক দেখে বুঝবেন তার কোয়ালিটি ব্যাকলিংক আছে কিনা। বা কোয়ালিটি ব্যাকলিংক নাই যদি কোয়ালিটি ব্যাকলিংক না থাকে হুকহীম ও গিব হিম ব্যাকলিংক জব দেয়। অথবা বেস্ট হকিং মেথড হবে তার জন্য ব্যাকলিংক দেবেন বা নেবেন।
নো ফলো ব্যাক লিঙ্ক
নো ফলো ব্যাক লিঙ্কঃ(And A no Follow link Does not pass any link juce) এবং নো ফল ব্যাকলিক এর মাধ্যমে কোন লিংক পাস হয় না। আরো সহজ ভাবে বলা যায় যে, আমরা যখন ফোন পেজ এসইও করি অল ইন্টার্নাল লিংক নো ফলো এমন এক ধরনের ব্যাকলিংক যার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন কে তার প্রকাশিত লিংকে লিংক কল বা ইনডেক্স করতে নিষেধ করে অর্থাৎ এ ধরনের লিংকের ভিন্ন কোনো ধরনের পেজ র্যাঙ্ক করতে পারে না।
নো ফলো ব্যাক লিংক কেন ব্যবহার করব
নো ফলো ব্যাক লিংক কেন ব্যবহার করবঃ নো ফলো ব্যাক লিঙ্ক এর মাধ্যমে আপনি কিছু ভিজিটর পেতে পারেন। আপনি দেখবেন বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট গুলো লিংক দেয় সেগুলো কিন্তু নো ফলো ব্যাক লিংক যেমন, ফেসবুক টুইটার উইকিপিডিয়া এ ওয়েবসাইট গুলো থেকে আমরাই হিউজ পরিমাণ ডিজিটর কালেক্ট করতে পারি। তবে আপনি ডু ফলো ব্যাক লিংক নিয়ে চিন্তা করলে হবে না অন্তত ৩০% নো ফলো ব্যাকলিংক নিয়ে কাজ করতে হবে।
ডু ফলো ব্যাকলিংক
ডু ফলো ব্যাকলিংকঃ (Do Follow Back link) ডু ফলো ব্যাক লিঙ্ক সাধারণ ভাবে ডু ফলো ব্যাকলিংক সনাক্ত করণের কৌশল। একটি ডু ফলো লিংক পেজ র্যাঙ্ক করতে সাহায্য করে। বা পেজ র্যাঙ্ক এর সংকেত পাশ করে, সেটার মাধ্যমে লিংক ভ্যালু পাস করে।
অল ইন্টার্নাল হল ডু ফলো ব্যাকলিংক হচ্ছে, একটি সাধারণ এইচটিএমএল লিংক। যার মাধ্যমে লিংকটি সরাসরি আপনার ওয়েবসাইটকে রেফার করবে এবং সমর্থন দেবে।পেজ র্যাংকিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ করে তাহলে আপনার জন্য ডু ফলো ব্যাক লিংক সব থেকে বেশি প্রয়োজনীয় সেটি আমাদের ডু ফলো ব্যাক লিংক করতে হবে।
ডু ফলো ব্যাক লিঙ্ক কেন ব্যবহার করব
ডু ফলো ব্যাক লিঙ্ক কেন ব্যবহার করবঃ মনে করেন, একটি আপনার ওয়েবসাইট অন পেজ তখন আমরা ২টি লিংক ব্যবহার করি ।প্রথমটি হচ্ছে ইন্টার্নাল লিংক আর দ্বিতীয়টি এক্সটার্নাল লিংক ব্যবহার করি। গুগলের ভিজিটররা যখন এই কন্টেন্টের ভেতরে আসবে। এসে আমরা যে দুইটি লিংক সনাক্তকরণ করেছি একটা ইন্টার্নাল লিংক অপরটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক।
লিংকে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে।এর মাধ্যমে লিংক ভ্যালু পাস হয়। বা রোবট পাস হয়, যেটা এই লিংকের সাথে আমরা ওয়েবসাইটটির লিংক সরাসরি যুক্তই।সহজে বলতে এটাই হচ্ছে ডু ফলো ব্যাকলিংক ফলো অর্থ হচ্ছে, অনুসরণ করা এবং নো ফলো অর্থ হচ্ছে অনুসরণ না করা। আর ডু ফলো অনুসরণ আমাকে কর।
ব্যাকলিংক কেন দরকার
ব্যাকলিংক কেন দরকারঃ যে লিংকটি দেব সেটি অনুসরণ করা সার্চ ইঞ্জিন একটি ব্লক স্ক্রল করে তখন ওই ব্লগের কোথাও যদি ডু ফলো লিংক দেখতে পায়। তখন সার্চ ইঞ্জিন করার এই ধরনের লিংক থ্র করে ওই লিংকের পেজটিতে চলে যায়। সাথে সাথে যে পোস্টের লিংক করা হয়েছিল ওই পোস্টটি থেকে কিছু ভ্যালু পাস হয়। এবং নো ফলো লিংক এর ক্ষেত্রে এই ভ্যালুটি পাস হয় না।
ব্যাক লিঙ্ক কি? ব্যাক লিঙ্ক(back link) সম্পর্কে বিস্তারিত
আপনি যে জায়গা থেকেই লিংকটি নিচ্ছেন, সেই ওয়েবসাইটে ভিজিটর অনেক থাকে বা সেই ওয়েবসাইটের অথোরিটি ডোমেন রেটিংটি অনেক বেশি থাকে। সেক্ষেত্রে তার ওয়েবসাইটটির ভ্যালু অনেক বেশি। সেখান থেকে আপনি যদি লিংকটি বেশি নিতে পারেন আপনার ওয়েবসাইটের ভ্যালু বেশি পরিমাণে আসবে।
আপনি যদি ওই ওয়েবসাইটের লিংকটি নেন তাহলে তার যে ইতিবাচক ভ্যালুটি আছে। সেই নীতিবাচক বিষয়টি আপনার ওয়েবসাইটের প্রভাব বিস্তার করবে।
ব্যাক লিংক বেশি হলে কি সার্চ ব্যাক লিংক এর কাজে আসবে
ব্যাক লিংক বেশি হলে কি সার্চ ব্যাক লিংক এর কাজে আসবেঃ আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে, ওয়েবসাইটটি আগে এনালাইসিস করব তার ট্রাফিকটি কেমন আছে। বা তার ডোমেন রেটিংটি ডোমেন অথোরিটি কিরকম, তার স্প্যাম কোডটি কতটুকু। যদি তার ওয়েবসাইটটি ভালো হয় তাহলে ডোমেন রেটিং ৩০% প্লাস হয়। সেক্ষেত্রে আমরা নিতে পারব। এবং আমরা যদি গেস্ট ফেস্ট ব্যাকলিংক নেই অবশ্যই ভ্যালুয়েবল ওয়েবসাইটটি থেকে নেওয়ার চেষ্টা করব।
শেষ কথা
শেষ কথাঃ নো ফলো আর ডু ফলো ব্যাক লিঙ্ক কোথায় থেকে পাওয়া যায় কিভাবে বুঝতে পারব। এইটি বুঝার জন্য আপনারা বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করতে পারেন। অথবা আপনার ওয়েবসাইটের লিংক এর ওপর ক্লিক করতে পারেন তাহলে আপনি দেখতে পারেন কোনটি নো ফলো ও ডু ফলো ব্যাক লিংক এটাই লিঙ্ক সনাক্তকরণ এর কৌশল।
আপনি আপনার ওয়েবসাইটের কোন ধরনের লিংকটি দিচ্ছেন এটি হচ্ছে নো ফলো আর ডু ফলো ব্যাক লিংক। আরো জানতে হলে কমেন্ট করে জানাবেন।
rhblogger নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url