এসইও কিওয়ার্ড কি? এসইও Avence Research কিওয়ার্ড নিয়ে বিস্তারিত
এসইও অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চঃ বায়ার আপনাকে বলছে সাপোস Research 500 key ward with KD and search volum with the niche "T.shart" এখানে তার ওয়েবসাইটটি আপনাকে দিয়ে দিবে। বায়ার যখন মূলত রিসার্চের কাজ গুলো দিবে তখন হচ্ছে বায়ার নিসটি বলে দিবে। অথবা বায়ারের ওয়েবসাইটটি আপনাকে দিয়ে দিবে। এখন অনেক নিস বিষয়টি সম্পর্কে আপনারা হয়তো নতুন শুনতেছেন আবার অনেকেই হয়তো জানেন।
নিস জিনিসটি কি
নিস জিনিসটি কিঃ এই নিস কথাটি আপনারা ফ্রিল্যান্সিং করতে যাবেন বা এসইও নিয়ে কাজ করতে যাবেন তখন অনেক বার আপনাকে শুনতে হবে। নিস হচ্ছে বিষয় অর্থাৎ নির্দিষ্ট কোন একটি বিষয়কে নিস বলে। অর্থাৎ বায়ার যদি টি-শার্ট নিয়ে কাজ করে তাহলে আপনার বায়ারের নিস হচ্ছে টি শার্ট।
এসইও কিওয়ার্ড কি? এসইও Avence Research কিওয়ার্ড নিয়ে বিস্তারিত
আপনার বায়ার যদি ইলেকট্রনিক্স গুডস নিয়ে কাজ করে তাহলে আপনার বায়ারের নিস হচ্ছে ইলেকট্রিক গুডস। আবার আপনার বায়ার যদি ট্যুরিজম নিয়ে কাজ করে তাহলে আপনার বায়ারের নিস বা বিষয় হবে ট্যুরিজম। আমরা যখন অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব বায়ার তখন একটি নির্দিষ্ট নিস বা কি ওয়ার্ড আমাদেরকে দিয়ে দিবে। অথবা আমাদেরকে একটি ওয়েবসাইট দিয়ে দিবে। আপনি ওয়েবসাইটটি ভিজিট করেন।ভিজিট করার পর এই ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে দেন।
বায়ার আমাকে একটি নিস ও টি শার্ট দিয়ে দিয়েছে এবং ওয়েবসাইটটি এখানে দিয়ে দিয়েছে। কোন বায়ার আপনাকে যদি নিস না দিয়ে শুধু মাত্র যদি ওয়েবসাইট এডসেন্সটি দিয়ে দেয়। তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে। আপনি প্রথমে বায়ারের ওয়েবসাইটটিকে কপি করবেন। কপি করার পর google এটিকে পেস্ট করে ওপেন করে দেখবেন যে বায়ার মূল্য তো কোন বিষয় নিয়ে কাজ করছে।
বায়ার আমাদেরকে ইউআরএল বা ডোমেন টি দিয়েছে
বায়ার আমাদেরকে ইউআরএল বা ডোমেন টি দিয়েছেঃ বায়ার আমাদেরকে যে ইউ আর এল বা ডোমেন দিয়েছে সেটিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মূলত বায়ার বিভিন্ন প্রকার টি শার্ট নিয়ে কাজ করতেছে। তার মূল নিস বা বিষয়টি হচ্ছে টি শার্ট।
আরও পরুনঃ আমি ইতিমধ্যেই কল্পনা করতে পারি যে আমার You Tube Shorts ফিরে AI জেনারেটড ব্যাকগ্রাউন্ড আছে
বায়ার যখন কোন একটি ওয়েবসাইট এডসেন্স দিয়ে দিবে তখন প্রথমত সে ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি বোঝার চেষ্টা করবেন যে তার এই ওয়েবসাইটটি মূলত কি রিলেটেড অনেক ওয়েবসাইট আছে যারা মূলত প্রোডাক্ট নিয়ে কাজ করে সে ক্ষেত্রে আপনি বায়ার থেকে কনফার্ম হয়ে নিবেন।
যে কোন কোন প্রোডাক্ট কিওয়ার্ড নিয়ে রিসার্চ করব। তখন বায়ার আপনাকে আইডিয়া দিয়ে দিবে। বায়ার বলবে আমার চারপাশটি কিওয়ার্ড বা প্রডাক্ট, নিয়ে রিসার্চ করে দেন। অথবা বলে দিবে যে এসপিসিফি্ক, নিয়ে শুধু মাত্র কিওয়াডটি করে দেন।
কে ডি জিনিসটি কি
কে ডি জিনিসটি কিঃKD(Key ward Difficulties) মানে হচ্ছে একটি কিওয়ার্ডের কম্পিটিশন কেমন সেটি মূলত কম্পিটিশন বা কেডি একই জিনিস। অনেকে কি ওয়ার্ড কম্পিটিশন বলে বা কেডি বলে। আমাদের কে ৫০০টি কিওয়ার্ড নিতে হবে। কে ডি সার্চ ভলিউম নিতে হবে। চলুন আমরা একটি google নিয়ে নেই গুগল সিটে ৯ ডট ক্লিক করি এবং সিটসে যে অপসনটি দেখতে পাচ্ছি, এই অপশনটির ওপর ক্লিক করব।
ক্লিক করার পর আমরা এখান থেকে যে ব্ল্যাঙ্ক অপশন দেখতে পাচ্ছি, ব্ল্যাক অপশনে ক্লিক করব ক্লিক করার পর একটি Untitled Spread sheet দেখতে পাবো। এই ধরনের কিওয়ার্ড রিসার্চ এর কাজ যখন করবেন তখন আপনারা সেই মেথডে করবেন। এবং কাজটি যখন সাবমিট করবেন এই সিটটি তখন বায়ারের কাছে সাবমিট করবেন। এই সিটটি আসার পর প্রথমত সিটটির একটি নাম দিতে হবে।
এখানে একটি আন্টাইটেল আছে
এখানে একটি আন্টাইটেল আছেঃ আপনার বায়ারের নিস অনুযায়ী একটি নাম বোঝার স্বার্থে এখানে দিতে হবে। সাপোস আমি একটি নাম দিচ্ছি যেমন,(Key ward Research for) আমরা যে ওয়েবসাইটের জন্য করব ডোমেন নামটি আমরা এখানে দিয়ে দিব।যাতে করে পরবর্তীতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়।
এখান থেকে ডোমেন নেমটি কে পেস্ট করে দিলাম।কীওয়ার্ড রিসার্চ করতেছি কলনটিতে কিওয়ার্ড তারপরে এখানে রাখবো কেডি তার পরে ঘরে রাখবো সার্চ ভলিউম।বায়ারএসব কিওয়ার্ড চাইছে এবং ৫০০ টি কিওয়ার্ড রিসার্চ করব এবং কেডি সার্চ ভলিউম দিব।
চলুন আমরা এখন গুগলে আসি
চলুন আমরা এখন গুগলে আসিঃ গুগলে আসার পর রিসার্চ করার জন্য প্রথম যে ট্যুরিজম ব্যবহার করব সেটি হচ্ছে গুগল Treands লিখে সার্চ করব।সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি পাবো ওই ওয়েবসাইটের উপর ক্লিক করব। ধরুন বায়ারের লোকেশন হচ্ছে ইউ কে তার গুগল treands আসার পর প্রথম কাজটি করতে হবে যে লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করব সেই লোকেশন টি চেঞ্জ করে নিব।
ইউকে কিওয়ার্ডের জন্য রিসার্চ করব নিচের দিকে চলে যাব ইউ সিরিজের দিকে ইউনাইটেড কিংডম সিলেট করব কিওয়ার্ড টি বা যেন ওয়েবসাইটটি ঘাটা ঘাটি করব সেই নিস টি বাহির করব। সেই নিস টি এখানে দিয়ে দিব। আমাদের নিস হচ্ছে টি-শার্ট। আমরা লিখবো হচ্ছে টি-শার্ট তারপরে আমাদেরকে সাজেশন করবে। নিচের দিকে ক্লিক করব টি-শার্ট নিয়ে যা যা ডাটা গুগল এর কাছে রয়েছে সেগুলো কিন্তু সামনে শো করবে।
এসইও কিওয়ার্ড কি? এসইও Avence Research কিওয়ার্ড নিয়ে বিস্তারিত
দেখুন গুগলের যে গ্রাফটি রয়েছে সেগুলো এখানে শো করতেছে এই সার্চ কিন্তু ঊর্ধ্বমুখী মানুষ এখানে সার্চ করতেছে। নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর কিউরিস এর প্রত্যেকটি পেজে পাঁচটি করে কিওয়ার্ড দেখতে পাবো। এখন google treands কোথায় থেকে সার্ভিস করে বা কিসের উপর ভিত্তি করে কিওয়ার্ড সার্ভিস করে। বর্তমানে কিওয়ার্ডগুলো ইউ কে তে মোস্ট ট্রেনডিং এ রয়েছে এই ডাটাটি গুগোল এর কাছে আছে।
কারণ হচ্ছে প্রত্যেকে গুগলে এসে এই বিষয়গুলো নিয়ে ইদানিং খুব বেশি বেশি সার্চ করতেছে। এই গুগল আমাদের কিওয়াডটির উপর ভিত্তি করে আমাদেরকে এই কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে। এখন আমরা এই কীওয়ার্ডগুলো কালেক্ট করব। প্রথমত আমরা যদি নেক্সট পেজে যায় তাহলে প্রত্যেকটি পেজে আমরা পাঁচটি পাঁচটি করে এরকম ২৫টি কিওয়ার্ড এখানে রয়েছে।
এসইও কিওয়ার্ড কি? এসইও Avence Research কিওয়ার্ড নিয়ে বিস্তারিত
প্রথমে আমরা কিউ আর গুলোকে কালেক্ট করব। কালেক্ট করার পর প্রথম পেজ ডাউনলোড একটি আইকন রয়েছে। এই আইকন এর উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গিয়েছে। এই সিট টিকে ওপেন করব ওপেন করার পর আমরা এখান থেকে যেটি করব এই কলাম টিকে একটু বড় করব। বড় করার পর আমরা এখান থেকে সবগুলো কিওয়ার্ড সিলেক্ট করব।
সিলেক্ট করার পর কপি করব কপি করার পর আমরা যে ডট সিটটি নিয়েছিলাম সেই ডক্স সিটে চলে আসব। আসার পর এখানে এইভাবে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে কিওয়ার্ড গুলো পেস্ট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে ই রিলিভেন কিওয়ার্ড আছে কিনা সেটি খুঁজে বের করতে হবে।
ই রিলিভেন কিওয়ার্ড জিনিসটি কি
ই রিলিভেন কিওয়ার্ড জিনিসটি কিঃ ই রিলিভেন কিওয়ার্ড আমরা যখন বায়ারের রিচার্জ করব তখন কিন্তু অবশ্যই কিওয়ার্ড টি বায়ারের প্রোডাক্ট এর সাথে রিলিভেন প্রাসঙ্গিক হতে হবে। এই কিওয়ার্ড কে ই রিলিভেন কিওয়ার্ড বলা হয়। আমরা যে কেউ ওয়ার্ডগুলো নিয়েছি বায়ারের প্রোডাক্ট এর সাথে রিলিভেন্ট আছে কিনা এটি আমাদেরকে অবশ্যই দেখতে হবে।আমি প্রথমত হেডলাইন টিকে বোল্ড করে একটি কালার সিলেট করে নিব তাহলে বোঝা যাবে যে এটি একটি হেডলাইন। প্রথমে মেন্স টি-শার্টটি রিলিভেন।
সাইজ জিনিসটি কি
সাইজ জিনিসটি কিঃ সাইজ জিনিসটি আমাদের সাথে টেলিভেন্ট না। সাইজ তো অনেক গুলো জিনিস হতে পারে যেমন বিল্ডিং এর সাইজ গাড়ির সাইজ রিলিভেন্ট না। এইটি সিলেক্ট করে ডিলিট রোদে ক্লিক করে ডিলিট হয়ে যাবে।Hoodie প্রাসঙ্গিক না বা রিলিভেন্ট না। ডিলিট রোতে ক্লিক করে রিমোভ করে দিব এরপর আমরা google এ চলে আসব গুগলে এসে টি-শার্ট লিখে সার্চ করব।
আরো কিছু কিওয়ার্ড জেনারেট করব
আরো কিছু কিওয়ার্ড জেনারেট করবঃ সার্চ করার পর আমরা যে যে টুলস নিয়েছিলাম সেই টুলস গুলো ইন্সটল করে নিতে হবে প্রথমে আমরা কিওয়ার্ড সার্ভার দিয়ে আরো কিছু কিওয়ার্ড জেনারেট করব উবার সাজেস্ট ডিজএবল করে নিতে হবে কিওয়ার্ড সার্ভারে পাঁচটি পর্যন্ত পাবো। প্রথমত কিওয়ার্ড সার্ভারে এসে লোকেশন টি চেঞ্জ করতে হবে।
যেকোনো টুলসে কাজ করেন না কেন আপনাকে টার্গেট লোকেশন অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করতে হবে। না হলে আপনার কষ্টের কোন ফলাফল আসবেনা। আমরা এখন লোকেশন চেঞ্জ করব লোকেশনে ক্লিক করার পর এখানে আমরা প্রত্যেকটি কান্ট্রি দেখতে পাবো।২০টি ডাটা দেখতে পাবো কিওয়ার্ডের পেজে গেলে আরো কিওয়ার্ড দেখতে পাওয়া যাবে। আমরা এখান থেকে কীবোর্ড গুলো নিবো।
এসইও কিওয়ার্ড কি? এসইও Avence Research কিওয়ার্ড নিয়ে বিস্তারিত
এখন টি-শার্ট ম্যানুয়ালি কপি করে নিব তার সিটে আসবো সিটে আসার পর ৪৭টি কিওয়ার্ড গুগল Trends থেকে নিয়েছি। কিন্তু কোন প্রকার সার্চ ভলিউম দেখতে পাইনি কি ওয়ার্ড টি আমাদেরকে সাজেস্ট করতেছে কিন্তু চার্জ ভলিউমটি রয়েছে মান্থলি। কিওয়ার্ডটি লিখে কতজন মানুষ সার্চ করে সেটাও আমাদের এখানে শো করছে।
এইটি এখন আমাদের লাগবে টি-শার্ট ম্যানুয়ালি কপি করতে হবে। তারপর আমরা সেটে আসব সিটে আসার পর এই ৪৭ টি কিওয়ার্ড গুগল ট্রেনস থেকে নিয়েছি এরপর থেকে যে অ্যারোটি রয়েছে। আমরা কিওয়ার্ড সার্ভার থেকে বাকি কী ওয়ার্ড গুলো পেস্ট করে দিব। এবং সার্চ ভলিউমটি এখান থেকে নিতে হবে।
এসইও কিওয়ার্ড কি? এসইও Avence Research কিওয়ার্ড নিয়ে বিস্তারিত
চার্জ ভলিউম টিকে কপি করলাম তারপর সিটে গিয়ে মান্থলি কিওয়ার্ড টি পেস্ট করে দিব। এখন আরেকটি জিনিস বাকি আছে কিওয়ার্ড ডিফিকাল্টিস বা কে ডি এটিকে কিভাবে কালেক্ট করব। আমরা এরপর থেকে যে কিওয়ার্ডটি রয়েছে সেটি কপি করব। সিটে এসে পেস্ট করে দিব এবং সার্চ ভলিউম কপি করে পেস্ট করে দিব।
এইভাবে প্রত্যেকটি কি ওয়ার্ড এখান থেকে নিব এবং শেষটি ওয়ার্ড পর্যন্ত কপি করে সিটে গিয়ে পেস্ট করে দিব। সার্চ ভলিউম মান্থলি ৩০ টি সার্চ ভলিউম নেওয়ার পর সার্চ ভলিউমের ঘরে গিয়ে পেস্ট করে দিব। এখন আমরা গুগল লোকেশনে যাব আমরা বাংলাদেশের রয়েছি এখন আমরা গুগল ইউকে লিখে সার্চ করব।
সার্চ করার পর গুগল ডট ইউকের ওপর ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে google ইউকে তে নিয়ে যাবে। আমরা এখন গুগল ইউকে তে আছি টি শার্ট লিখে সার্চ করব। সার্চ করার পর নিচের দিকে চলে যাব কিছু সাজেস্ট কিওয়ার্ড বা সম্পর্কিত সার্চ করে দেখতে পাবো। লোকেশন ও রিলেটেড কিওয়ার্ড সেগুলো সার্চ করতে পারব ইজি ইজি টি-শার্ট নতুন ট্যাবে ওপেন করার পর আমরা ইজি টি-শার্ট কপি করে সিটে গিয়ে পেস্ট করে দিব।
এসইও কিওয়ার্ড কি? এসইও Avence Research কিওয়ার্ড নিয়ে বিস্তারিত
তবে অবশ্যই খেয়াল রাখব যে, কিওয়ার্ড গুলো নিব সে কিওয়ার্ড গুলো আগে নেওয়া হয়েছে কিনা এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার জন্য এই সেটটিতে এসে কন্ট্রোল এফ দিয়ে একটি সার্চ বার দেখতে পাবো এই কি ওয়ার্ডটি পেস্ট করে দিব।
পেস্ট করার পর ইন্টারে হিট করব হিট করার পর আগে কিওয়ার্ড কপি করতে পারব।কোথাও নিয়ে থাকলে সেটি সিলেক্টটেড হয়ে থাকবে। এখন আমরা কি ওয়ার্ড সার্ভারে যাব একটি কিওয়ার্ড কপি করে সিটে গিয়ে পেস্ট করে দিব। চার্জ ভলিউম একটি পর একটি করে বসাতে হবে এইভাবে ২০০ থেকে ২৫০ কিওয়ার্ড কপি করতে পারব।
কেডি কিভাবে পাওয়া যাবে
কেডি কিভাবে পাওয়া যাবেঃ কেডি কিভাবে পাওয়া যাবে সেটি চলুন দেখে আসি। ৫০০ টি কিওয়ার্ড কালেক্ট করে আমার একটি টুলস ব্যবহার করব।(Ahrefs) কীওয়ার্ড ইউনাইটেড কিংডম রিসার্চ করতেছি এর জন্য কিংডম সিলেক্ট করব। প্রথম যে কিওয়ার্ড টি বের করার জন্য সেটিকে কপি করে পেস্ট করব তারপর এখানে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করব।
ক্লিক করলে এরকম ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর আমাদেরকে আরো কিছু কি ওয়ার্ডের ধারণা পাওয়া যাবে। এবং এর পাশে কিছু সার্চ ভলিউম দেখতে পাওয়া যাবে কিছু কিছু কি ওয়ার্ড কে ডি দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের যদি ৫০০টি কিওয়ার্ড না হয় তাহলে এই কীওয়ার্ড গুলি নিতে পারব এই কি ওয়ার্ড গুলো বেস্ট কিবোর্ড
শেষ কথা
pdgfশেষ কথাঃযে, কিওয়ার্ড গুলো নিব সে কিওয়ার্ড গুলো আগে নেওয়া হয়েছে কিনা এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার জন্য এই সেটটিতে এসে কন্ট্রোল এফ দিয়ে একটি সার্চ বার দেখতে পাবো এই কি ওয়ার্ডটি পেস্ট করে দিব। এসইও অ্যাডভান্স রিসার্চ কিওয়ার্ড নিয়ে বিস্তারিত জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
rhblogger নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url